বিডিনিউজ ১০, গোপালগঞ্জ: সময় এখন বর্ষাকাল বৃষ্টির পানিতে টইটম্বুর নদী, খাল-বিলে শোভা পাচ্ছে শাপলা। শুধু জাতীয় ফুলই নয়, নানা অঞ্চলের মানুষের কাছে সবজি হিসেবেও সমান জনপ্রিয় শাপলা। জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন গোপালগঞ্জের শতাধিক বিলের কয়েক হাজার মানুষ।
বর্ষায় ভারী বৃষ্টির পানিতে তলিয়ে থাকে গোপালগঞ্জের বিভিন্ন খাল-বিল। পর্যাপ্ত পানি থাকায় জেলার কাশিয়ানী-মুকসুদপুরের সিংগার বিল, চান্দারবিল এবং কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার জোয়ারিয়ার বিল, কান্দির বিলসহ শতাধিক বিলে প্রাকৃতিক ভাবেই জন্ম হয় শাপলার।
এসময় বিল থেকে শাপলা তোলার কাজে যুক্ত হন বিভিন্ন বয়সের নারী-পুরুষরা। ভোর থেকে নৌকা নিয়ে বিলে ঘুরে ঘুরে শাপলা তোলেন তারা। কোন পুঁজির প্রয়োজন না থাকায় এ পেশা বেশ লাভজনক। পাইকাররা এসব শাপলা সংগ্রহ করে জেলা সদরসহ আশপাশের জেলাতেও বিক্রি করে লাভের মুখ দেখেছেন।
পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাপলা একদিকে যেমন সবজির চাহিদা মেটাচ্ছে, তেমনি অন্যদিকে, বর্ষাকালে কাজ না থাকা বেকার শ্রমিকদের আয়েরও পথ তৈরি করে দিচ্ছে।
শাপলা বিক্রিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের গান্ধিয়াশুর, সাতপাড় ও কাশিয়ানির সিংগাসহ বিভিন্ন স্থানে বাজার গড়ে উঠেছে।