,

গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসির প্রথম পরীক্ষা 

File photo

গোপালগঞ্জ: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বছর গোপালগঞ্জ জেলার ২৬টি পরীক্ষা কেন্দ্রে ১৫ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ১৬টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১২ হাজার ৯৫৭ জন, পাঁচটি এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ১৪৮ জন এবং পাঁচটি দাখিল পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সকালে পরীক্ষা শুরুর পর গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষা গ্রহণ ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান সঙ্গে ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, কোনো কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ডের বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর