গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মাছবাহী পিকআপ ভ্যান উল্টে মিতুন সরকার (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছে।
আজ শুক্রবার খুব ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিতুন সরকার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার রুদ্রগাতী গ্রামের ননী গোপাল সরকারের ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিত্যরঞ্জন মল্লিক জানিয়েছেন, বাগেরহাটের ফকিরহাট থেকে একটি পিকআপ ভ্যানে করে মাছ বিক্রির জন্য ঢাকা যাচ্ছিলেন মিতুন সরকার।
এ সময় পিকআপটি গোপীনাথপুরে পৌঁছালে সামনের চাকা ফেঁটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়। এতে মাছ ব্যবসায়ী মিতুন সরকার ও পিকআপ ভ্যানের চালক আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সর্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মিতুন সরকারকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় আহত পিকআপ চালককে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলেও তিনি জানান।