,

গোপালগঞ্জে ‘ভুয়া চিকিৎসকের’ এক মাসের কারাদন্ড

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মিথ্যা পরিচয় দিয়ে রোগী দেখায় মো. সামসুদ্দিন (৫০) নামে এক ভুয়া চিকিৎসকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান এ রায় প্রদান করেন।

সামসুদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুস সবুর।

সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, সামসুদ্দিন গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার শরীফ ডায়গনষ্টিক সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসকের মিথ্যা পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েলকে সাথে নিয়ে সোমবার সন্ধ্যায় শরীফ ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০/২২ এর ১ ও ২ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

উল্লেখ্য, এ বছরেই একই অপরাধে মো. সামসুউদ্দিনকে অর্থদন্ড দেয়া হয়েছিল।

এই বিভাগের আরও খবর