গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসের চাপায় আরমান শেখ (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকালে শহরের কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন শেখ নড়াইল জেলার নড়াগাতি থানার নলামারা গ্রামের আলামিন শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে গ্যারেজের কাজে যোগ দিতে আরমান শেখ বড় ভাইয়ের সাথে সকালে নিজ বাড়ী থেকে শহরের কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় আসে।
এসময় সড়ক পার হতে গেলে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহত হয় আরমান। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।