,

গোপালগঞ্জে বাল্যবিবাহ রোধ কল্পে ক্যাম্পেইন

গোপালগঞ্জে বাল্যবিবাহ রোধ কল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন

গোপালগঞ্জ প্রতিনিধি: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বাল্যবিবাহ রোধ কল্পে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতামূলক তিন দিনব্যাপী ক্যাম্পেইন শেষ হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলা পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা শেখ আক্রাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুনাহার বেগম বক্তব্য রাখেন।

এ কর্মসূচীতে সদর উপজেলার ৬১টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে গত ২৮ অক্টোবর (রোববার) থেকে তিন দিনব্যাপী এ ক্যাম্পেইন শুরু হয়।

এই বিভাগের আরও খবর