জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নানা আয়োজনে গোপালগঞ্জে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী নববর্ষ পালন কর্মসূচীর সূচনা হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে বাঙালিয়ানার নানা সাজে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, গরুর গাড়ি, কৃষক-জেলের প্রতিকৃতিসহ গ্রামীণ জীবন ও হারানো ঐতিহ্য ফুটে উঠে।
আনন্দ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান আলাদাভাবে নববর্ষ পালন করে।