,

গোপালগঞ্জে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার শুরু

নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার শুরু করেছেন নেতাকর্মীরা

গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার শুরু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভা শেষে লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্যদিয়ে এ প্রচার শুরু করে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।

এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন ননীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তানজীর আহম্মেদ আসলাম।

আলোচনা সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেছেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচণে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে ইতোমধ্যে সারাদেশে গণসংযোগ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জেও নৌকার পক্ষে প্রচার শুরু হলো।’

এ সময় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম মোল্লা দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীক ভোট দিতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে উদ্বাত্ত আহবান জানান।

পরে সেখান থেকেই নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।

এই বিভাগের আরও খবর