,

গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

গোপালগঞ্জ প্রতিনিধি:  বছরের প্রথম দিনে গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বই উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার জেলার সকল বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়।

বিণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানিক ভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

বই উৎসবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আকরাম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, স্কুল কমিটির সভাপতি প্রধান শিক্ষক-শিক্ষিকা বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ শিশু শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সরকারি নতুন বই তুলে দেন।

এ বছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ১২শ’ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিকে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ জন ও মাধ্যমিকে ১ লাখ ৩৬ হাজার ৯২ জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন করেন। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুরা উচ্ছাস প্রকাশ করে।

এই বিভাগের আরও খবর