ইসরাফিল ওই গ্রামের রোকন উদ্দিন মোল্লার ছেলে। কৃষিকাজ করতেন তিনি।
ইসরাফিলের স্ত্রী তুলি বেগম বলেন, প্রতিবেশী ইসলাম মোল্লার ছাগল তাদের জমির কলাই খায়। এতে বাধা দিলে ইসলামের লোকজন ইসরাফিলের মেয়েকে মারধর করে। পরে ইসরাফিল এ ঘটনার বিচার চাইতে ইসলামের বাড়িতে যান।
কথাকাটাকাটির একপর্যায়ে ইসরাফিলকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তুলির অভিযোগ।
এস আই সাখাওয়াত বলেন, ইসরাফিলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ছোট খাট চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।