জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: করোনা পরিস্থিতির কারণে ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী গোপালগঞ্জে ঈদুল ফিতরের জামাত ঈদগাহে না হয়ে মসজিদে অনুষ্ঠিত হবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে।
রোববার (০৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এক ভার্চুয়াল সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার ঈদ অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে। এরপর সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
প্রায় প্রতিটি মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।