,

গোপালগঞ্জে আন্ত:জেলা মোটর-সাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে একটি মোটর-সাইকেলসহ আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হল, মোঃ হারুণ মোল্লা, মোঃ মিজান মোল্লা ও লিটন শেখ।

এদের বাড়ি গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, কয়েক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭টি মোটর-সাইকেল চুরি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের রিমান্ড নেয়ার আবেদন জানানো হবে।

এই বিভাগের আরও খবর