গোপালগঞ্জ প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখতে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও এ-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে সেনাবাহিনী ও বিজিবি টহল শুরু করেছে।