নিজস্ব প্রতিবেদক: বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। সেই বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিষ্ঠানটি বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেজে আলাদা ডুডল দিয়ে থাকে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে সার্চ ইঞ্জিনটি পয়লা বৈশাখের বিশেষ ডুডলটি চালু করেছে।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন মুখোশ আঁকার দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে শিল্পির নিপুণ হাত দিয়ে কিভাবে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হয় পহেলা বৈশাখের বিভিন্ন মুখোশ। গুগল লেখাটিকেই মুখোশ,রং, রংতুলি, শিল্পির হাত দিয়ে সাজিয়ে এবারের নববর্ষের ডুডলটি প্রদর্শন করছে গুগল।
ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।
ডুডলে প্রদর্শিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।
তবে গুগলের ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাবে।