,

‘গায়ে আগুন দিলেন’ পুলিশ কর্মকর্তার স্ত্রী

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে সুমি বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দশমিনা থানা সংলগ্ন তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সুমি বেগমের স্বামী মো. সহিদুল আলম পুলিশের এএসআই পদে দশমিনা থানায় কর্মরত।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার বলেন, ‘সুমির শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

বাসার মালিক মো. হারুন ওরফে হারুন ফরেস্টার বলেন, রাতে সহিদুলের স্ত্রী সুমি বেগম নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। পরে সহিদুলসহ থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘সহিদুল আলম স্ত্রী সুমি বেগমকে নিয়ে আমার বাসায় ভাড়া থাকতেন। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলছিল বলে শুনেছি।’

তবে আত্মহত্যা চেষ্টার কারণ জানেন না বলে দাবি করেছেন তার স্বামী এএসআই সহিদুল আলম। তিনি বলেন, ‘রাতে ডিউটিতে ছিলাম। কী কারণে সুমি গায়ে আগুন দিয়েছে বুঝতে পারছি না। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেছি।’

দশমিনা থানার পরিদর্শক (তদন্ত) অনুপ দাস বলেন, এএসআই সহিদুলের স্ত্রী ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। কী নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল, বিষয়টি তদন্ত করে দেখবো।

এই বিভাগের আরও খবর