গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আব্দুল মোতালেব (৩২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার বাবাকেও কুপিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ৮টার দিকে নগরের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোতালেব ওই এলাকার ঠিকাদার মোফাজ্জল হোসেনের ছেলে ও গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের একাংশের সভাপতি। আহত মোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোতালেবের স্বজনরা অভিযোগ করেন, সকালে স্থানীয় নাজিম উদ্দিনের ছেলে ও যুবদল কর্মী জহির উদ্দিন মোবাইলে ফোন করে মোতালেবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বাসা থেকে কিছুটা দূরে স্থানীয় ফিরোজ ও ফাইজুলের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত মোতালেবকে ধারলো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে মোফাজ্জলকেও এলাপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।
মোতালেবের চাচা লোকমান বলেন, মোতালেবের গলা, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মোফাজ্জলের দুই হাত ও একটি পা ভেঙে ফেলেছে। তার মাথা ও শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে।
শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে আনার আগেই মোতালেববের মৃত্যু হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।