গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুই ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুর জেলা সদর থানার কলেজপাড়া এলাকার দুলালের ছেলে চালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এস আই তারিফুজ্জামান জানান, কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বিকল ট্রাকটির টায়ার পাল্টানোর জন্য ওই ট্রাকের চালক টায়ার বদলাতে ট্রাকের নিচে যায়।
টাঙ্গাইলগামী আরেকটি সিমেন্টভর্তি ট্রাক বালুভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্টভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকটির চালক মিজানের মৃত্যু হয়।
এ ঘটনায় দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকটির চালক দেলোয়ার গুরুতর আহত হন। আহত হন আরও একজন। তাদের দু’জনকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক দেলোয়ারকে মৃত
ঘোষণা করেন।
আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।