,

গাজীপুরে চিকিৎসা প্রতারক চক্রের ১৫ সদস্য কারাগারে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত ১৫ চিকিৎসা প্রতারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। রোববার (৪ আগস্ট) বিকালে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে র‌্যার অভিযান চালিয়ে আটকের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, র‌্যাব পোড়াবাডি ক্যাম্প কমান্ডার লে:আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ফোর্সসহ আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান উপস্থিতিতে অভিযান পরিচালনা করে ১৫ জন দালালকে আটক করে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজ দিয়ে কারাগারে পাঠানো হয়।

আটকৃতরা হলো- গাজীপুর মহানগরের সদর থানার বারিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে আলম ভূইয়া(২৯), একই থানার হাজীবাগ এলাকার আতিকুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম(২২), পুবাইল থানার বিল্লাসারা এলাকার সাদেক মোল্লা’র ছেলে সুমন মোল্লা(৩০), একই থানার উজিরপুরা এলাকার নাছর উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম(৫০), জয়দেবপুর থানার বনদান গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রাশিদুল ইসলাম(২১), সদর থানার কৃষি গবেষণা এলাকার নাজিমুদ্দিনের ছেলে ফরিদুজ্জামান নয়ন(২৮), সদর থানার চান্দনা চৌরাস্ত এলাকার আলাউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম(৩০) তাদেরকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপর দিকে সদর থানর হাজীবাগ এলাকার আজিজুল হকের স্ত্রী শান্তনা বেগম(৩০), একই থানার তরুবিথী এলাকার আতাউর রহমানের স্ত্রী আমেনা বেগম(২৭), কালিগঞ্জের তুমুলিয়া এলাকার মৃত: হারিছের স্ত্রী সাথী বেগম(৩০), সদর থানার ভোরা এলাকার রিপন পাটেয়ারীর স্ত্রী শিরিন বেগম(৩৫), হাজীবাগ এলাকার মকবুর হোসেনের স্ত্রী শিল্পী বেগম(৩০), মেট্রো সদর থানার ইছা গ্রামের মৃত: জাহাঙ্গীরের স্ত্রী কামরুনাহার(৩০), হাজীবাগ এলাকার মোস্তফার স্ত্রী আমেনা বেগম(৩০), মেট্রো সদর থানার বাঙ্গালগাছ এলাাকার মৃত: আবু বকর সিদ্দিকের স্ত্রী তানিয়া সুলতানা(৪৪) এদের প্রত্যেকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গাজীপুরে চিকিৎসার জন্য আগত রোগীদের ঠকিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আসিতেছিল।

এই বিভাগের আরও খবর