গোপালগঞ্জ প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে গোপালগঞ্জে রাসেল হাওলাদার নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল খুলনার বাগমারা এলাকার মকবুল হাওলাদারের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবু নাঈম মোহাম্মাদ তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার রাসেল গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।