,

গাইবান্ধায় আ’লীগের ‘নির্বাচনী কার্যালয়’ ভাংচুর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনি অফিস ভাঙচুর ও বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঠুর (নাড্ডার মোড়) অফিসে রোববার ভোরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের নজরে আসে বিষয়টি।

স্থানীয়রা জানান, সকালে অফিসের তালা ভাঙ্গা দেখতে পান স্থানীয় লোকজন। পরে অফিসের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া বেশ কিছু নির্বাচনী পোস্টার ও চেয়ারও ভাঙচুর করা হয়।

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি রেজা মিয়া অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। এ নিয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাদশা বলেন, ‘কে বা কারা রাতের অন্ধকারে আমাদের নির্বাচনি অফিস ভাঙচুর করেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিদন্দ্বী প্রার্থীর লোকজন এমন ঘটনা ঘটাতে পারে।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন স্পষ্ট করা যায়নি। তবে হামলাকারীদের চিহ্নিতসহ আটকের চেষ্টা চলছে।’

এই বিভাগের আরও খবর