,

গাইবান্ধায় আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে অগুনে দগ্ধ হয়ে শুমর্ত ভান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজারের (খোলাহাটি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শুমর্ত ভান বেওয়া রসুলপুর বাজারের (খোলাহাটি, টাওয়ার সংলগ্ন) গ্রামের মৃত্যু আব্বাস আলীর মেয়ে ও একই গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।

পরিবারের লোকজনের ধারণা, শীত নিবারণের জন্য ঘরের মধ্যে পুরনো কাপড়ে আগুন জ্বালায় শুমর্ত ভান বেওয়া। অসাবধানতবশত সেই আগুন পড়নের কাপড়ে ও শরীরে লেগে দগ্ধ হয়ে মারা যান তিনি।

রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকেই শুমর্ত ভান তার বাবার বাড়িতে থাকতেন। ঘরে আগুন ও তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে অগ্নিদগ্ধ দেখতে পায়। আগুনে শরীরের বেশিরভাগ দগ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, বৃদ্ধার মৃত্যুর বিষয়টি থানায় জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর