,

গণপরিবহনের ভাড়া নিয়ে বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের লক্ষ‌্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা পরিবহন মালিক সমিতি।

শনিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এ তথ‌্য নিশ্চিত করে বলেন, পরিবহন মালিকরা বিকেলে বিআরটিএ’র সঙ্গে মিটিং করবে। সেখানে মূলত ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, এই বৈঠকে পরিবহন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

এই বিভাগের আরও খবর