,

খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

খুলনা অফিস: খুলনা রেলওয়ে স্টেশনে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আসা নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

বিএনপির অভিযোগ, গণসমাবেশে আসতে বাধা দিয়েছে পুলিশ, তবে পুলিশ বলছে, কাউকে বাধা দেয়া হয়নি।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘নিজেদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় আগতরা। একপর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে।’

দুপুর ১২টার দিকে রেলওয়ে স্টেশনে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দেখা যায়। বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বিএনপির নেতা-কর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, ‘কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, ‘একটা সমাবেশকে কেন্দ্র করে সরকার এবং পুলিশের এমন তাণ্ডব খুলনাবাসী কখনও দেখেনি। পথে পথে নেতা-কর্মীদের বাধা দেয়া হচ্ছে; তাদের আটক করা হচ্ছে। ট্রেনে যারা সমাবেশে এসেছেন, তাদের ওপর হামলা চালানো হয়েছে।

‘এভাবে সমাবেশ ঠেকানো যাবে না। শত বাধা উপেক্ষা করে সমাবেশের এক দিন আগেই নেতা-কর্মীরা খুলনায় প্রবেশ করেছে। দূরদুরান্ত থেকে আজও আসছেন। ইতোমধ্যে কেন্দ্রীয় প্রায় সব নেতা খুলনায় পৌঁছে গেছেন।’

এই বিভাগের আরও খবর