কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হযরত ওমরের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
এসময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেন। কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ওমর ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আজমেরি পরিবহনের বাসে উঠার চেষ্টা করলে হেলপার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফলে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। শনিবার সকালে শিক্ষার্থীদের মানববন্ধনকালে মহাসড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
ফলে দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে তারা ক্লাসে চলে যায়। তাদের দাবি আজমেরী পরিবহনের মালিক, চালক ও তার সহযোগীর ফাঁসি দিতে হবে। তারা জানান, কালিয়াকৈরে চলাচলরত বেশির ভাগ পরিবহনই শিক্ষার্থীদের বাসে উঠায় না। আর উঠতে গেলে দুর্ব্যবহার করে। ১২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে বলে জানায়।