,

ক্ষুধার আগুনে পুড়ছে লেবানন

আন্তর্জাতিক ডেস্ক: ‘এই অন্ধকার আমি কখনো দেখিনি,’ দুই সন্তানের মা সিজন লেবানন থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ কথা যখন বলছিলেন, তখন ঘরে ছিল না রাতের খাবার। নভেল করোনাভাইরাস তাদের এমন এক ‘আগুনের’ মুখে ঠেলে দিয়েছে, যা দেশটি ১৯৯০ সালে শেষ হওয়া ১৫ বছরের গৃহযুদ্ধের সময়ও দেখেনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সরকার নাগরিকদের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। পুরো পরিস্থিতি যুদ্ধের থেকেও ভয়াবহ রূপ নিয়েছে।

গত ৬ মাস ধরে লেবানন এমনিতে অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছিল।  ক্ষমতাসীনদের দুর্নীতি আর লুটপাটে দেশটির অবস্থা চরমে। এর ভেতর লকডাউন পড়েছে দ্বিতীয় মাসে।

লকডাউন শুরু হওয়ার পর সরকার থেকে যে ত্রাণ দেয়া হচ্ছে, তা কয়েক শতাংশ মানুষের কাছে যাচ্ছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, লেবাননে ৬৭৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেরে উঠেছেন ৯৯ জন। মারা গেছেন ২১ জন।

দেশটির সমাজকল্যাণ মন্ত্রী রমজি মৌচরাফি চলতি সপ্তাহের শুরুতে জানান, ৭৫ শতাংশ মানুষের সাহায্য দরকার।

আবেদ নামের ৫৪ বছর বয়সী এক ব্যক্তি বলছিলেন, ‘গত শুক্রবার এক প্রতিবেশীর কাছ থেকে একটি রুটি চেয়ে খেয়েছি। ক্ষুধার আগুন কী আর সহ্য করা যায় বলুন!’

‘আমি লজ্জিত। আমার প্রতিবেশী আমাকে সাহায্য করছে। কিন্তু কিছু করার নেই। সবারই এক অবস্থা।’

এই বিভাগের আরও খবর