,

কোটালীপাড়া ৫শত প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ

গোপালগঞ্জ:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫শত প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার উপজেলার বান্দল গ্রামে অবস্থিত মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় ফাউন্ডেশনটির চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, সাধারণ সম্পাদক আলহাজ¦ বশির আহম্মেদ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরণের মানবিক কাজ করে আসছে। ফাউন্ডেশনটির এ ধরণের কাজে আমাদের সকলের সহযোগিতা করা উচিৎ।

মোহাম্মদ লাভলু শেখ বলেন, মারুফ নামে আমার একটি প্রতিবন্ধী সন্তান ছিল। সে আজ পৃথিবীতে বেঁচে নেই। তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন গড়ে তুলেছি। আমার এই ফাউন্ডেশন প্রতিবন্ধীসহ আর্তমানবতার সেবায় কাজ কারছে।

এই বিভাগের আরও খবর