,

কোটালীপাড়ায় সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় অংকন বিশ্বাস (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

আজ বুধবার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ড পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে ও খুলনা কৃষি বিদ্যালয়ের ছাত্র।

কোটালীপাড়া থানার এসআই মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দাঁড়িয়ে থাকা অংকন বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অংকন বিশ্বাসের মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর