,

কোটালীপাড়ায় বই উৎসব

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২২২ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯ হাজার ৬শত ৪২ জন শিক্ষার্থীর মাঝে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে ৪ লক্ষ ৭৮ হাজার ২শত ৭৫ টি বই বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বই উৎসবের উদ্বোধন করেন।

সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর