গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় গলায় ওড়না পেচিয়ে ফারজানা বেগম(২০)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ফারজানা উপজেলার উনশিয়া গ্রামের অালীউজ্জামানের স্ত্রী।
জানা গেছে, বুধবার ফারজানা বেগম উপজেলার হিরন গ্রামে তার ননদজামাইর বাড়ি থেকে বেড়িয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।উ নশিয়া গ্রামে শুভর মুদি দোকানের সামনে অাসার পর চাকায় ওড়না পেচিয়ে ফারজানা গুরুতর অাহত হয়।
অাহত ফারজানাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করা হলে এখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। ফারজানার চার মাসের একটা কন্যা সন্তান রয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।