,

কোটালীপাড়ায় আওয়ামী লীগের মনোনয়ন চান দেবদুলাল

আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু।

আর্তমানবতা সেবা ও মাদকবিরোধী কর্মকাণ্ডের জন্য তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বেগম সুফিয়া কামাল স্বর্ণপদকসহ এ পর্যন্ত ১০টি পদক লাভ করেছেন।

দেবদুলাল বসু পল্টু বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। এলাকার শিক্ষার মান উন্নয়নে দেবগ্রাম উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। নিজস্ব অর্থায়ণে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিলে বাকী জীবনটাও উপজেলাবাসীর সেবায় কাজ করে যেতে চাই।

এই বিভাগের আরও খবর