,

কোটালীপাড়ায় ৩০০ মেধাবী শিক্ষার্থী ও ২৫ শিক্ষককে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগপ্রাপ্ত তিন শত মেধাবী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্বাভাস’ এর আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও বই তুলে দেন।

এরআগে সকল শিক্ষার্থী ও শিক্ষকদেরকে সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

সংগঠনটির সভাপতি আশিক খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় পুলিশের এডিশনাল এসপি নিশাত রহমান মিথুন, ওসি আবুল কালাম আজাদ, জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান শিকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পূর্বাভাসের সভাপতি আশিক খান বলেন, ‘কিশোর কবি সুকান্তের একটি কবিতার নাম পূর্বাভাস। এই কবির বাড়ি আমাদের কোটালীপাড়া। তাই তার কবির নাম অনুসারে আমরা আমাদের এই সংগঠনের নামকরণ করেছি। এই সংগঠন মূলত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। অনেকে আবার ভর্তির সুযোগ পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে থাকি।’

এই বিভাগের আরও খবর