,

কোটালীপাড়ায় বৃক্ষ সংরক্ষণে প্রশিক্ষণ

কোটালীপাড়ায় বৃক্ষ সংরক্ষণে প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিলুপ্তপ্রায় ও পরিবেশবান্ধব বৃক্ষ সংরক্ষণের জন্য তাল, খেজুর, সুপারি ও নিম চাষের ওপর কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিলনের সভাতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর