বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী আব্দুল আলিমের (৫০) সাথে স্ত্রী রহিমা বেগম (৪২) এর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রহিমা বেগম ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করেন। পরে পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রহিমা বেগম মারা যান।
পরে তার মৃত্যুর সংবাদ শুনে স্বামী আব্দুল আলিমও সবার অজান্তে বিষ পান করে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বুধবার দুপুরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে আব্দুল আলিম এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মুমূর্ষু অবস্থায় একজন বিষ পান করা রোগীকে জরুরী বিভাগে আনা হয়েছিল। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিষপানে মৃত রহিমার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।