বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ বিচারক মুন্সী রাফিউল আলমের আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে দুদকের আইনজীবী এসএম আব্রাহাম লিংকন জানান।
আসামি হারুন অর রশীদ হারুন ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
লিংকন বলেন, গত ৩ জুন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ হাজার ৬৩৪ গরীর দুস্থদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। তাদের মধ্যে ৬৪৬ জন উপকারভোগী চাল পায়নি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন।
এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনকে আসামি করে মামলা করেন বলে জানান তিনি।