কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুজায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুমি আক্তার (৩৫) ও তার স্বামী সাইফুল ইসলাম (৪৫)। তাদের বাড়ি নোয়াখালীর কবীরহাটে।
চৌদ্দগ্রাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুজায়েতপুর এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে স্বামী ও স্ত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।