,

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ ইটভাটা শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কয়লাবাহী ট্রাক উল্টে রাস্তার পাশে ঘরের ওপর পড়ে ১৩ ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ১৩জন নিহত হয়েছেন। তাদের সবাই পুরুষ। নিহতদের গ্রামের বাড়ি রংপুরে বলে শুনেছি।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই স্থানীয় কাজী অ্যান্ড কোং নামে একটি ইট ভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘুমে থাকা শ্রমিকদের ১২জন ঘটনাস্থলে মারা যান।

আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিস্তারিত আসছে…

এই বিভাগের আরও খবর