কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় মো. রুবেল(৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রুবেল মুরাদনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত. ফজলুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর ব্রিজ সংলগ্ন স্থানে মুরাদনগর থেকে দেবিদ্বারগামী একটি মোটরসাইকেলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি খালি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মোটরসাইকেল আরোহী রুবেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।