কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নূর হোসেন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরী নামক এলাকায় টহলরত অবস্থায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সদর দক্ষিণ মডেল থানার এএসআই মহসিন মিয়া ও কনস্টেবল ইসমাইল।
এ তথ্য নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।