,

কুবিতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেল হলের সম্প্রসারিত অংশের ৪ তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত শ্রমিককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

আহত শ্রমিকের নাম মো. মনোয়ারুল ইসলাম। তার বাড়ি গাইবান্ধা জেলার নলডাঙ্গা গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের বর্ধিত অংশের চার তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত সে পড়ে যায়। উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

মেডিক্যাল সেন্টারের ডাক্তার মো. আলী নেওয়াজ জানান, “আহত শ্রমিকের অবস্থা বেশ গুরুতর। চারতলা থেকে পড়ায় মাথায় আঘাত পেয়েছে।“

এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. জিয়াউদ্দিন বলেন, “আমি বিষয়টি জেনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়ার জন্য কন্টাক্টরকে ফোন করেছি। আহত শ্রমিক চিকিৎসাধীন”।

এই বিভাগের আরও খবর