,

কাশিয়ানীবাসীকে ইউএনও’র শারদীয় শুভেচ্ছা

বিডিনিউজ ১০ ডেস্ক: কাশিয়ানীসহ দেশব্যাপী শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কাশিয়ানী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস। তিনি শারদ উৎসবে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ইউএনও বলেন, সমগ্র জগতের কল্যাণ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জীবের সুখ ও শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এবারও উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি ও শান্তিপ্রিয় মানুষের জন্য অভয় বার্তা বয়ে আনুক। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। জাতি, ধর্ম-বর্ণ, নির্বিশেষে এই দুর্গোৎসবকে ঘিরে সকলের মধ্যে গড়ে ওঠে এক সাম্য, সৌহার্দ্য, প্রীতি ও মৈত্রীর বন্ধন।
তিনি আরো বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ক্ষুধা ও বৈষম্যহীন, দারিদ্র ও জঙ্গীবাদমুক্ত, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত সোনার বাংলা গড়ব এই হোক এবারের দুর্গাপূজার শপথ। সনাতন ধর্মাবলম্বীদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা।

সমগ্র জগতের কল্যাণ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জীবের সুখ ও শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরও উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অশুভ, অত্যাচারী, হীনমণ্য, সন্ত্রাসী ও অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি ও ন্যায়ের বিজয়, সৎ ও শান্তিপ্রিয় মানুষের জন্য অভয় বার্তা বয়ে আনা ..
ইউএনও বলেন, শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রতি ও সৌহাদ্যের বন্ধন আরো সংহত করবে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন ও সকলের মঙ্গল কামনা করি।

এই বিভাগের আরও খবর