কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মাহাবুবুর রহমান মৃধা (৫০) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবুর রহমান মৃধা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাচূড়া গ্রামের হিরু মৃধার ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মাহাবুবুর রহমান মটরসাইকেল চালিয়ে মুকসুদপুর থেকে ভাটিয়াপাড়ায় যাচ্ছিলেন। পঞ্চবটি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।