,

কাশিয়ানীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে শামীম শেখ (৩০) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত শামীম উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরোন্যকান্দি গ্রামের ইলিয়াস শেখের ছেলে।

কাশিয়ানী থানার এসআই মোঃ ওসমান গণি জানান, রাজধানী ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এ সময় ওই ছাত্রীকে নির্জনে পেয়ে বখাটে শামীম উত্যক্ত করে ও কুপ্রস্তাব দেয়। ছাত্রীর অভিভাবকরা ৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে কাশিয়ানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে আটক করে। পরে শামীমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ১০ মাস ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে বখাটে শামীমকে ১০ মাস ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর