,

কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৭ যুবককে জরিমাণা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ৭ যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ এ রায় প্রদান করেন।

জানা গেছে, উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে ওই যুবকদের আটক করে কাশিয়ানী থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে সাতজনের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অর্থদন্ডপ্রাপ্ত হলেনমোঃ আসাদ বিশ্বাস (২৬), হাসানুর বিশ্বাস (২৬), আলামিন (২৬), মোঃ বাবুল বিশ্বাস (২৮), মোঃ সাদ্দাম শেখ (৩০), মিন্টু বিশ্বাস (৩০) ও মোঃ কাশেম (৩০)। এদের সবার বাড়ি একই উপজেলার বরাশুর আদর্শ গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ জানান, ওই ৭ যুবক সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছিলেন।

এই বিভাগের আরও খবর