কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সৎ মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সততার শিক্ষা দিতে ‘সততা স্টোর’ দোকানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগ ও অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি সুলতান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আনোয়ার হোসেন ভূইয়া। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী ওমর, জয়নগর ডিগ্রি কলেজের শিক্ষক কামরুজ্জামান, রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, পিংগলিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মনিকা রায়, আঞ্জুমান আরা প্রমুখ।
বিদ্যালয়ে সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন ধরণের উপকরণ রাখা হয়েছে। প্রতিটি পণ্যের গায়ে মূল্য লেখা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দমতো পণ্য কিনবে এবং সততার সাথে বাক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে নৈতিক শিক্ষা লাভ করবে।