,

কাশিয়ানীতে সওজের রাস্তা কেটে পাইপলাইন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ও জনপদের আওতাধীন রাস্তা কেটে নিচ দিয়ে পানি নিষ্কাশনের পাইপ নেয়ার অভিযোগ উঠেছে।

কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের প্রভাবশালী ছাওবান মোল্যার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে স্থানীয়রা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, উপজেলার পুইশুর গ্রামের প্রভাবশালী ছাওবান মোল্যা রামদিয়া-সাতপাড় মহাসড়কের হাতিয়াড়া এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন রাস্তার নিচ দিয়ে মাটি খুঁড়ে পানি নিষ্কাশনের পাইপ লাইন নিয়েছেন। এতে সড়কের নিচ থেকে মাটি বসে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ষাটোর্ধ্ব স্থানীয় এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাওবান মোল্যার অর্থের প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছামতো যা তাই করছে। কোন ধরণের অনুমতি না নিয়ে রাস্তা খুঁচে পাইপ লাইন বসিয়েছে।

এ ব্যাপারে ছাওবান মোল্যার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি রাস্তার নিচ দিয়ে পাইপ বসানোর কথা অস্বীকার করে বলেন, কে বা কারা পাইপ বসিয়েছে তা আমার জানা নেই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরিফুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর