,

কাশিয়ানীতে রাস্তার গাছ কাটলো সাবেক ইউপি চেয়ারম্যান!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নওশের আলী মোল্যার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল শেখসহ বেশ কয়েকজন সদস্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ, উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নওশের আলী গত ১৯ অক্টোবর উপজেলার রামদিয়া-তালতলা সরকারি রাস্তার তিনটি মেহগনি গাছ তাঁর লোকজন দিয়ে কেটে নিয়ে গেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। একই কৌশলে নিজামকান্দি গ্রামের আশ্রাফুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন তালতলা-ফলসি সরকারি রাস্তার একটি রেন্ট্রি (কড়াই) গাছ কেটে নিয়ে গেছেন। যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা এবং পরের দিন একই গ্রামের লাল্টু সরদার ও সাহেব মেম্বারের বাড়ির কাছ থেকে দুইটি মূল্যবান শিশু গাছ কেটে নিয়ে যান তিনি।

এ ব্যাপারে কাজী নওশের আলী তাঁর বিরুদ্ধে আনীত গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বর্তমান চেয়ারম্যান রাস্তার গাছ কেটে বিক্রি করে, উল্টো আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিন্টু বিশ্বাস বলেন, ‘গাছ কাটার ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর