,

কাশিয়ানীতে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঞ্জিনচালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ওই ব্যক্তি ভ্যানের যাত্রী ছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, শাহজাহান মিয়া কাশিয়ানী থেকে ইঞ্জিন চালিত ভ্যানে করে তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইলে যাচ্ছিলেন। এ সময় কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে রাস্তার উপর পড়লে ঘটনাস্থলেই শাহাজাহান মিয়া মারা যান। এ সময় তিনজন আহত হয়।

এই বিভাগের আরও খবর