,

কাশিয়ানীতে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

কাশিয়ানীতে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী আরিফ কাজী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তন্ময় (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার খুলনার দৌলতপুর থানার দেওয়ানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত আরিফের স্ত্রী ফারজানা ইসলাম কেয়া (৩০) ও শ্বশুর এবাদুল ইসলামকে (৫৬) আটক করে।

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

বুধবার দুপুরে কাশিয়ানী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।

তিনি আরো জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে এবং আঘাত জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতের হাত-পা ও পিঠসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাত ও পা থেতলে গেছে। ঘটনাস্থল থেকে রক্ত মাখা লাঠি ও ওড়না উদ্ধার করা হয়।

এ ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর