নিহতদের একজন হলেন কাশিয়ানীর সাহেবের চর গ্রামের মৃত মোসলেমের স্ত্রী কুলসুম বেগম (৭২)। আনুমানিক ৩০/৩২ বছরের অপর নিহতের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হন।
এছাড়া একই দিন বিকালে ওই সড়কে একই উপজেলার মাঝিগাতী এলাকায় রাস্তা পারপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের চাপায় কুলসুম বেগম মারাত্মক আহত হন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কুলসুম বেগমের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।