জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
উপজেলার রাহুথড় অমৃতময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার গোলদারের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের সভাপতি বলাই ভক্ত।
এ ঘটনার প্রতিকার চেয়ে ওই সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার গোলদার দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। সম্প্রতি তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলাই ভক্তের স্বাক্ষর জাল করে ৪টি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়া প্রধান শিক্ষক কমিটিকে না জানিয়ে বিদ্যালয়ের জমি ইজারা দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তিনি একাধিকবার নিয়মিত কমিটি আহŸান না করে রেজুলেশনে সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এসব অনিয়ম-দুর্নীতিতে প্রাথমিক বিদ্যালয়টি ডুবতে বসেছে
প্রধান শিক্ষক প্রদীপ কুমার গোলদার তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সভাপতির কোন স্বাক্ষর জাল করিনি। সভাপতি একজন ওষুধ ব্যবসায়ী। অন্য দোকান থেকে ওষুধ কেনা নিয়ে তার সাথে আমার ভুল বুঝাবুঝি হয়। এরই জেরে ক্ষিপ্ত হয়ে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। সরকার বরাদ্দকৃত সব টাকা পরিচালনা কমিটি অনুমোদিত বিল-ভাউচার সংরক্ষিত আছে। নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করে বিল-ভাউচারের মাধ্যমে ব্যয় করা হয়েছে।’
কাশিয়ানী সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুরেশ বিশ^াস বলেন, ‘বিদালয়ের সভাপতির মাধ্যমে অভিযোগের বিষয়টা আমি শুনেছি। চেকে কিছুটা অমিল রয়েছে। তবে এক্সপার্ট (বিশেষজ্ঞ) ছাড়া কিছু বলা যাবে না।’
কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
-লিয়াকত হোসেন লিংকন